ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জআমী ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন।
নিহতের নাম বন্যা রানী দাস। তার বয়স আনুমানিক (২০) বছর।
যদিও পুলিশের ধারণা বিষয়টি আত্মহত্যার। নিহত নারী ফতুল্লা এলাকার বাসীন্দা বলে জানা গেছে।
সোমবার (২৮ আগষ্ট) বেলা পৌনে ১১টার দিকে জেলার ফতুল্লা উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের আইসি নূর মোহাম্মদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
বিষয়টি কি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, জানতে চাইলে রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, আপাতত এটিকে আমরা আত্মহত্যা বলে ধারণা করছি। বিস্তারিত পরে বলা যাবে।








Discussion about this post