সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৯ আগস্ট) হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান এবং আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।
গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ।
জানা গেছে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান আঙ্গুর, আজহারুল ইসলাম মান্নান, মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ বিএনপির প্রায় ৯০ জন নেতাকর্মী।









Discussion about this post