দল থেকে পদ বঞ্চিত হয়ে মহানগর বিএনপির কর্মসূচী চলাকালে হামলা করে সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়।
গত ৩০ আগস্ট বুধবার বিকেলে কালো পতাকা মিছিলপূর্ব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে পদবঞ্চিত নেতাকর্মীরা হামলা করেন। তাদের হামলায় সাংবাদিকসহ ১৫ জন আহত হন।
পদবঞ্চিত মাজহারুল ইসলাম জোসেফ বাহিনীর হামলা করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খানকে বেধড়ক মারধর করা হয়।
সেই সঙ্গে আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে লাঞ্ছিত করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে টিয়ারশ্যাল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মামলা রেকর্ড প্রসঙ্গে সদর মডেল থানার ওসি আনিচুর রহমান এবং নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) এসএম জহিরুল ইসলাম পৃথকভাবে গণমাধ্যম কে বলেন, বিএনপি নেতাকর্মীদের নিজস্ব কোন্দলে বুধবার বিকেলে রণক্ষেত্রে পরিণত হয় চাষাডা। প্রেসক্লাবের সামনে ওই সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশের একাধিক দল অপরাধীদের গ্রেফতার করতে ব্যাপকভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে৷









Discussion about this post