নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিয়ন্ত্রিত শহরের ২নং রেলগেইট এলাকার রহমতউল্লাহ মুসলিম ইনস্টিটিউট শপিং মার্কেটের দ্বিতীয় তলায় ৯নং দোকানে বুধবার (৬ সেপ্টেম্বর) ভোরে চুরির ঘটনা ঘটেছে।
ওই ঘটনায় ব্যবসায়ীর দোকানের সাটারের তালা ভেঙ্গে ক্যাশ কাউন্টার থেকে ১২ লাখ টাকা নিয়ে পালিয়েছে এক চোর।
এ ব্যাপারে সদর মডেল থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম মাঠে নেমেছে।
চুরি হওয়া মোহাম্মদ প্যাকেজিং প্রতিষ্ঠানের মালিক আমির হোসেন সাগর জানান, গার্মেন্টস এক্সসরিজ ব্যবসার প্রধান অফিস কক্ষে মঙ্গলবার রাতে ব্যবসার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা প্রায় ১২ লাখের অধিক টাকা জমা হয়।
বুধবার ব্যাংক বন্ধ ও অসুস্থ বাবাকে হাসপাতালে ভর্তির বিষয়ে নেয়ার সিদ্ধান্তে অফিস কক্ষে টাকাগুলো রাখা হয়। এর আগেও এই অফিসে অনেক টাকা রাখা থাকতো পরের দিন ব্যাংকে জমা করার জন্য।
বুধবার দুপুর ১২টায় জানতে পারি অফিসে চুরি সংঘটিত হয়েছে। এসে দেখতে পারি, দোকানের সাটারের তালা ভেঙ্গে ক্যাশ কাউন্টার খুলে ১২ লাখের অধিক টাকা নিয়ে গেছে। পরে সদর থানা পুলিশের উপস্থিতিতে, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় খালি গায়ে এক ছেলে মুখে গেঞ্জি বেঁধে চুরি করছে। ক্যাশ কাউন্টারের উপরের দিকে একটি লোহা জাতীয় বস্তু (স্যানি) পাওয়া গেছে। মার্কেটের তিনজন দারোয়ানের মধ্যে ফজলুল হক নামক একজনের কথা বার্তা রহস্যময় পাওয়া গেছে। একজন বা একাধিক চোর চুরি করে কিভাবে মার্কেট থেকে বের হলো বুঝতে পারছি না। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানা মামলা দায়ের প্রস্তুতি চলছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই মাহফুজ ইসলাম জানান, রহমতউল্লাহ মুসলিম ইনস্টিটিউট শপিং মার্কেটের দ্বিতীয় তলায় ৯নং দোকানের ঘটনাটি সূক্ষ চুরি হিসেবে বলা যায়। ইতোমধ্যে ঘটনা পরিদর্শন শেষে একাধিক সূত্র ধরে কাজ চলমান রয়েছে।
এদিকে পরিদর্শনে আসা নারায়ণগঞ্জ কাউন্টার টেররিজমের এসআই মিজানুর রহমান জানান, মার্কেটের চুরির ঘটনাটি একাধিক পর্যবেক্ষণ করে মূল ঘটনা বের করা হবে।









Discussion about this post