আজ সোমবার ১১ সেপ্টেম্বর ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র এই বাজেট ঘোষণা করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। ইতোমধ্যে বাজেট অনুষ্ঠানে অংশ নিতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে । নারায়ণগঞ্জের সকল সংসদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) কে বিশেষ বাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
২০২৩-২৪ অর্থ বছরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন রাজস্ব ও উন্নয়ন আয় থেকে মোট ৬৯৫ কোটি ৭৫ লাখ ৮ হাজার ৯১৯ টাকা প্রস্তাবনা আনা হচ্ছে। একই সাথে রাজস্ব ও উন্নয়ন খাতে ব্যয় বাবদ ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকা ব্যয়ের পরিকল্পনা রেখেছে নাসিক। সংস্থাটির ভাবনা, এই বাবদ আয় ও ব্যয় নির্ধারিত থাকলে প্রায় ২৩ কোটি টাকা বাড়তি থাকবে।
এবারের বাজেটে রাজস্ব থেকে ১১৮ কোটি টাকা আয় এবং উন্নয়ন আয় থেকে ৪৫৭ কোটি টাকা আয়ের প্রস্তাবনা রেখেছে নাসিক। উন্নয়ন আয়ের মধ্যে বৈদেশিক সহায়তাই ৩৯৩ কোটি টাকা ধরা হয়েছে। এছাড়া সরকারের উন্নয়ন খাত থেকে ১৮ কোটি এবং বার্ষিক উন্নয়ন প্রকল্প সহায়তা থেকে ৬৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২২-২৩ অর্থ বছরে নাসিক ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আইভী। সেই বাজেটে ব্যয় ধরা হয় ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা। একই সাথে উদ্বৃত্ত ধরা হয় ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা। গত বছরের চাইতে ১০৬ কোটি টাকা বৃদ্ধি করে এবারের বাজেট ঘোষনা করা হবে।









Discussion about this post