নারায়ণগঞ্জ পুলিশ কর্তৃক জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল কে নিয়ে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের বক্তব্যের পর ব্যাপক আলোচনা সমালোচনা চলছে নগরজুড়ে। নারায়ণগঞ্জে আইনশৃংখলা নিয়ন্ত্রণে কতটুকু কার্যকরী পেশাদারিত্ব করছে নারায়ণগঞ্জ পুলিশ ! প্রতিদিন কাকাডাকা ভোর থেকে পুলিশের কয়েকজন চিহ্নিত চাঁদাবাজ কার শেল্টারে আর কার জন্য নির্লজ্জের মতো দরিদ্র অটো চালকদের কাছে থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছে ? আর এই চাঁদাবাজির টাকা কোথায় পর এই টাকা কোথায় যাচ্ছে ? নগর বাসী কি অন্ধ ? কিছু কেউ দেখে না ? জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ জেলা শীর্ষ কর্মকর্তাগণ যেন দেশের কল্যাণ করার ব্রত নিয়ে চাকরী নিয়েছেন তেমনি পুলিশের প্রতিটি সদস্য চাকরীতে যোগদান করেছেন দেশবাসীর সেবা করার ব্রত নিয়ে । কিন্তু নারায়ণগঞ্জে একজন শীর্ষ কর্তার জন্য কি হচ্ছে ? পুলিশ সুপারের কার্যালয়ের পাশেই মাদকের হাট এখনো চলছে ? কোথায় পেশাদারিত্ব পুলিশের ? অসংখ্য অনিয়ম যিনি দেখার কথা সেই মাথাতেই পচন ধরেছে !’
এমন মন্তব্য করে সরকার দলীয় একজন নেতা উল্লেখিত মন্তব্য করে আরো বলেন, “আমরাও অনেক ক্ষেত্রে অসহায়। নইলে ছাত্রলীগ নেতাদের পিটিয়ে দাঁত ভেঙ্গে দেয়ার মতো ঘটনা ঘটে কি করে ?
পুলিশ সুপারে কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনের দিনে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলের কোনো মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এই ম্যুরাল নির্মাণে নারায়ণগঞ্জ জেলা পরিষদ অর্থায়ন করলেও সেদিন তার নাম নেয়া হয়নি বলে জানান সেলিম ওসমান।
বন্দরের নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
বক্তব্য রাখতে গিয়ে সেলিম ওসমান বলেন, ভালো কাজ করলে সেটা বলা হয় না। আমরা জানি এসপি অফিসে ম্যুরাল নির্মাণ হয়েছে। কিন্তু কোনো বক্তব্যে কেউ কখনও বলেনি সে ম্যুরাল নির্মাণে এই ফান্ড কোথা থেকে আসলো। কারা ফান্ড দিলো। যিনি ভালো কাজে এগিয়ে আসতে চায় তাকে যদি মূল্যায়ন করা না হয় সে মানুষটা কষ্ট পায়।
সেলিম ওসমান বলেন, বঙ্গবন্ধু ম্যুরাল করলো জেলা পরিষদ সেই উদ্বোধন অনুষ্ঠানে আসলো আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তিনি জানতে পারলেন না এই টাকা কোথা থেকে আসলো? তিনি একটা ধন্যবাদ দিতে পারলেন না। আমি যদি এখানে কোনো ঘোষণা না করতাম তাহলে হয়তো কেউই জানতো না চন্দন শীলের কথা।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে নির্মিত ‘নির্ভীক দুর্জয়’ নামে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়। আর এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
একই সাথে আরও উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।









Discussion about this post