ভূলতা ফাঁড়ি পুলিশের নাকের ডগায় শাসক দলের এক নেতা ও তার পুত্রের নাম ভাঙ্গিয়ে কুখ্যাত সন্ত্রাসী হানজালা, দেলোয়ার, সজিব মিলাদ সোহেল, জাকিরসহ আরো অনেক সন্ত্রাসী নিজেদেরকে ছাত্রলীগের নেতাকর্মী পরিচয় দিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সকল ধরণের অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছিলো। একের পর এক এমন নানা অপরাধের পর এক বছর পূর্বে গত বছর ২১ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার ছাত্রলীগ কর্মী রাকিব হাসান (২২) কে হাতের কজ্বি কেটে কুপিয়ে হত্যাকান্ড চালায় সন্ত্রাসীরা । এমন লোমহর্ষক ঘটনা ধামাচাপা দিতে শাসক দলের নেতা পরিচয়দানকারী ফয়সাল, সৌরভসহ আরো কেউ কেউ নানাভাবে চেষ্টা চালায় ।
আশ্চর্যজনক হলেও সত্যি এমন লোমহর্ষক ঘটনার পরও হানজালা বাহিনী তাদের তান্ডব চালিয়ে যাচ্ছিলো। আর সেই কুখ্যাত অপরাধীকে গ্রেফতারের পর আবারো লংকাকান্ডর জন্ম দিলো সেই হানজালা বাহিনী
রূপগঞ্জে র্যাবের ওপর হামলা চালিয়ে হাতকড়া পড়া অবস্থায় উদ্ধার হওয়া পিস্তলসহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছে একদল সন্ত্রাসী। এসময় র্যাবের চার সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া ওই আসামির নাম হানজালা। তিনি জেলার রূপগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার অন্যতম আসামি ও স্থানীয় হানজালা বাহিনীর প্রধান। হানজালা ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
আহতরা হলেন- র্যাব সদস্য হাবিলদার মুসফিকুর রহমান, কর্পোরাল আফজাল হোসেন, এএসআই পাপেল বড়ুয়া ও কন্সটেবল তুষার আহম্মেদ বাপ্পি।
মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে র্যাব হানজালাকে বিদেশি পিস্তলসহ টেলাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাহিনীর লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে র্যাবের ওপর হামলা চালায়। এসময় তারা হাতকড়া পড়া অবস্থায় এবং উদ্ধার হওয়া পিস্তলসহ হানজালাকে ছিনিয়ে নেয়। র্যাবের আহত সদস্যদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি জানান, শুক্রবার বিকালে র্যাব -১ এর ডিএডি সুবেদার শুক্কুর আলী বাদি হয়ে রূপগঞ্জ থানায় হানজালাকে প্রধান আসামিকে করে ২৭ জনের নামে এবং অজ্ঞাত আরও ২২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।









Discussion about this post