গত ১০ই সেপ্টেম্বর লিবিয়ায় দারনা শহরে সাইক্লোন ড্যানিয়েলের আঘাতে ৬ বাংলাদেশি নিহত হওয়ার খবর দিয়েছে ত্রিপলী দূতাবাস।
এদের মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শিহাব ও মামুন রয়েছে বলে নিশ্চিত করেন তারা। এদিকে নিহতের খবর তাদের পরিবারের লোকজন জানতে পেরে নেমে আসে শোকের ছায়া। তাদের হারিয়ে শোকে স্তব্ধ পরিবারসহ আশেপাশের লোকজন।
নিহতের পরিবারের দাবি অন্তত নিহত দুইজনের লাশ যেন সরকারের সহযোগিতায় ফেরত পান।
সরজমিন জানা যায়, ২ বছর ধরে জীবিকার তাগিদে লিবিয়ায় বসবাস করছেন রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাবো গ্রামের মৃত কবির হোসেনের ছেলে সাহাবুদ্দিন। তবে সবাই তাকে ডাকেন শিহাব নামে। গত ১০ই সেপ্টেম্বর রাত ৯টার দিকে শিহাবের সঙ্গে সর্বশেষ কথা হয় তার স্ত্রী মাকসুদা আক্তারের সঙ্গে। তখন সেখানে ঝড় শুরু হয়েছে সেজন্য দোয়াও চেয়েছেন তিনি। এরপর থেকে আর যোগাযোগ হয়নি তার সঙ্গে।
পরে মঙ্গলবার লিবিয়া প্রবাসী শাহাবুদ্দিন শিহাবের পরিবার তার নিখোঁজের সংবাদ প্রথম জানতে পারে গণমাধ্যমের মাধ্যমে।
তারপর থেকেই চেষ্টা চালায় যোগাযোগের। কিন্তু শেষ যোগাযোগ আর হয়ে ওঠেনি। অপরদিকে নিহত শিহাবের বাড়ি থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে একই থানাধীন ভোলাবো ইউনিয়নের পুবেরগাঁও গ্রামের মামুনদের বাড়ি। কয়েক বছর আগে পিতা তমিজউদ্দিন মারা যাওয়ার পর বিধবা মায়ের দেখভালের দায় পড়ে সন্তানদের কাঁধে। সে দারিদ্র্যতার চাকা ঘুরানোর রঙিন স্বপ্ন দিয়ে ৪ বছর আগে পাড়ি জমান লিবিয়ায়। লিবিয়ার দারনায় শিহাবের সঙ্গে একই ভবনের তিনতলায় বসবাস করতেন। কাজ করতেন একটি গ্লোসারি শপে। সর্বশেষ ঝড়ের দিন রাতে মাকে ফোন করে জানায় মা প্রচণ্ড ঝড় তুফান হচ্ছে। কথা ভালো বুঝতে পারেনি মা। তাকে হারানোর শোকে মাতম উঠেছে পরিবারটিতে। গ্রামজুড়ে চলছে শোকের পরিবেশ।
মা, ভাই, বোন ও পরিবারের দাবি যেকোনো কিছুর বিনিময়ে যেন লাশটি অন্তত হাতে পান তারা।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক মুঠোফোনে বলেন, লিবিয়ায় নিহত এই দুই যুবকের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ হয়েছে। তার সহায়তার জন্য লিখিতভাবে আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়ার চেষ্টা করবো।









Discussion about this post