নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ বাপ্পি চত্ত্বর এলাকার সোহেল (৩৫) নামের এক অটো রিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে ।
ঘটনাটি শনিবার দিবাগত (২৪ সেপ্টেম্বর) রাত বারোটায় ঘটেছে বলে দাবী করছে নিহতের স্বজনরা।
এ ঘটনায় নিহত সোহেলের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আনা হলে চিকিৎসক নাজমুল হোসেন অটো চালক সোহেল কে মৃত ঘোষণা করে মরদেহ মর্গে পাঠানোর নির্দেশ দেন ।
নিহত সোহেল নগরীর জিমখানা এলাকার সাহেব আলীর পুত্র।
এমন খবর পেয়ে জিমখানা এলাকার শত শত নারী পুরুষ মধ্যরাত সাড়ে ১২ টা থেকে লাশ নিয়ে হাসপাতাল থেকে বাইরে বেড়িয়ে এসে বিক্ষোভ শুরু করে।
এ ঘটনায় সদর মডেল থানার পুলিশের একাধিক দল হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এমন ঘটনায় নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, নিহতের নাক দিয়ে রক্ত পরছে আর গলায় দাগ আছে । এতে ধারণা করা যায় না কিছু । ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল ঘটনা ।









Discussion about this post