দিনের বেলায় গ্যাস না থাকায় গভীর রাতে নগরীর অনেক গৃহবধূ রান্নার কাজ সেরে ফেলেন।
আর অধিকাংশ গার্মেন্টস কর্মী ভোর রাতে রান্না করে সকাল সাত টা থেকেই কাজের উদ্দেশ্যে ভোর রাতে রান্না করা খাবার নিয়ে রওয়ানা দেন কর্মস্থলের উদ্দেশ্যে ।
আর ভোর রাতে রান্না করতে গিয়ে গ্যাস বিস্তারণে অগ্নিদগ্ধ হয়েছেন অন্তরা (২৫) নামের একজন গৃহবধূ ।
ঘটনা টি ঘটেছে শনিবার দিবাগত গভীর রাত (রোববার ভোর রাত) ৩ টা ৩০ মিনিটে নগরীর দেওভোগ পানির ট্যাংকি এলাকার শাহিন মিয়ার বাড়ির নীচ তলায় ।
গ্যাস বিস্তারিত হয়ে অন্তরা চিৎকার করলে তার স্বামী রুহুল হোসেন ও পার্শ্ববর্তীরা দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়া আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে গৃহবধূ অন্তরাকে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করেন চিকিৎসক নাজমুল হোসেন।









Discussion about this post