আড়াইহাজারে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
শনিবার ভোরে উপজেলার লাসারদী গ্রামের ছানাউল্লাহ মিয়ার চারতলা ভবনের একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় দুইজন এবং রোববার ভোররাতে দগ্ধ আরও একজন মারা যান।
নিহতরা হলেন- কানিজ খাদিজা নিপা, সায়মা আক্তার ও জিয়াউর রহমান সোহান। তারা ফকির অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিক এবং টাঙ্গাইল জেলা ও আড়াইহাজারের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে হঠাৎ করে ভবনের চারতলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে স্থানীয়রা ফ্ল্যাটের ভেতর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, ধারণা করা হচ্ছে পাইপ লিকেজের কারণে রুমে গ্যাস জমে যায়। রান্না করার জন্য দিয়াশলাই জ্বালানোর পর এ বিস্ফোরণ ঘটে।









Discussion about this post