রূপগঞ্জে নিখোঁজের পরদিন এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণ মাসাবো এলাকার একটি পরিত্যক্ত বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জমি ব্যবসায়ীর নাম ফালান শিকদার (৫০)। তিনি স্থানীয় বরপা এলাকার মদন শিকদারের ছেলে।
নিহতের পরিবারের বরাতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) আতাউর রহমান জানান, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ব্যবসায়ী ফালান শিকদার। রোববার বিকেলে দক্ষিণ মাসাবো এলাকার একটি পরিত্যক্ত বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আতাউর আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে দুইটি সিরিঞ্জ ও তরল জাতীয় পদার্থসহ একটি বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময়ে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।









Discussion about this post