রূপগঞ্জে ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ অক্টোবর) ভোরে রাজশাহীর বাঘা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি শামীম (১৯) রূপগঞ্জের আমলাবো এলাকার বাসিন্দা।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ৪ আগস্ট রাতে রাজধানীর মিরপুর থেকে এক কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তার প্রেমিক রিমন তাকে রূপগঞ্জের গোলাকান্দাইল লাক মিয়া চেয়ারম্যানের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে সে তার বন্ধু আসিব ও শামীম কিশোরীকে ধর্ষণ করেন। এরপর রাজধানীর খিলক্ষেত এলাকায় ওই কিশোরীকে ফেলে রেখে আসে তারা। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরী রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রিমন ও আসিবকে গ্রেপ্তার করেন। শামীম পলাতক ছিলেন।
তিনি আরও জানান, পুলিশ রোববার ভোরে রাজশাহীর বাঘা থানা এলাকায় অভিযান চালিয়ে থেকে শামীমকে গ্রেপ্তার করেন। পরে পুলিশ তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চায়।









Discussion about this post