নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কে কুপিয়ে জখম করে হত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্যের অফিস ভাঙচুর করা হয়েছে। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
সোমবার (২ অক্টোবর) রাতে উপজেলা ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার থেকে রিকশাযোগে বাড়ি ফেরার পথে রিক্সার গতিরোধ করে মুখোশধারী দুর্বৃত্তরা ছাত্রলীগ নেতা দেলোয়ার কে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় এভার কেয়ার হাসপাতাল স্বজনরা ভর্তি করেন।
এ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
ছাত্রলীগ নেতাকে হত্যার চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা বালিয়াপাড়া ব্রাহ্মন্দী ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সদস্য সোহেলের ব্যক্তিগত অফিসটি ভাঙচুর করে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে।
ইউপি সদস্য সোহেল জানান, আমি তিন দিন যাবত কক্সবাজার রয়েছি আমি এ ঘটনার সাথে জড়িত নই যারা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তবে নির্ভরশীল একটি সূত্র নিশ্চিত করেছেন, স্থানীয় এক প্রভাবশালী চেয়ারম্যানের সাথে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা দেলোয়ার হোসেনের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ ছিলো নানা কারণে । ওই বিরোধিতার জের হিসেবেই মুখোশ পরে চেয়ারম্যানের নিয়ন্ত্রিত সন্ত্রাসীরা এমন লোমহর্ষক কান্ড ঘটায় । যে ঘটনায় এখনো কোন মামলা না হলেও হামলার ঘটনা ঘটিয়ে ভিন্ন দিকে এলাকাবাসীর দৃষ্টি ঘোরানোর অপচেষ্টা চালাচ্ছে একটি চক্র









Discussion about this post