ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ওয়ার্কসপ মিস্ত্রী সুমন মারা গেছে।
৫ দিন মৃত্যু যন্ত্রনায় কাতরিয়ে মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সুমন ফতুল্লার পাগলা পপুলার হাসপাতাল ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া।
ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, ২৯ সেপ্টেম্বর রাতে সুমন তার তালতলা এলাকায় অবস্থিত ওয়ার্কসপের সার্টার খুলে বৈদ্যুতিক বাতি জালানোর জন্য সুইচ টিপতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারনা করা হচ্ছে ওয়ার্কসপের ভিতরে গ্যাস লাইন লিকেজ হয়ে গ্যাস জমে ছিলো। সেই গ্যাস বিস্ফোরণ হয়ে সুমন(২৮) মারাত্মক দগ্ধ হয়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে।









Discussion about this post