আব্দুল কাদের জিলানী হিরাকে সভাপতি ও শাহাদাৎ হোসেন রনিকে সাধারণ সম্পাদক করে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. আরিফ, সহ সভাপতি হিসেবে হাসিবুল হাসান আকাশ ও মো. সাজ্জাদ হোসেন (হৃদয়), সিনিয়র যুগ্ম-সম্পাদক হিসেবে মো. আহসান হাবিব (তন্ময়), মো. আবির, মো. মাসুম হোসেন ও মো. রাকিব হাসান (রিফাত), সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আশরাফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রুমেল হোসেন, মো. জাহিদুল ইসলাম জিহাদ ও মো. হৃদয় ইসলাম রয়েছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর জানান, দুপুরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ৩০ দিনের মধ্যে কমিটিকে কমিটি পূর্ণাঙ্গ করে মহানগর ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।









Discussion about this post