‘সোমবার রাতে সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তি চাই, এমন স্লোগান নিয়ে কিছু সংখ্যক বিএনপির নেতাকর্মী ওই সড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা ওই সড়কে পার্কিং করে রাখা একটি বাস ভাঙচুর করেন।’
এমন ঘটনায় সিদ্ধিরগঞ্জে মামলা দায়ের হয়েছে বলে নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
এ ঘটনায় বিএনপির ৪৮ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে ।
মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে প্রধান আসামি করে এ মামলা দায়ের হয়েছে।
আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান গোলাম মোস্তফা।









Discussion about this post