পূর্বেই মুঠোফোনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পৌঁছে যায় বাজার নিয়ন্ত্রণকারীদের কাছে। আর এমন খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়েছেন দোকানিরা।
বুধবার (১১ অক্টোবর) বিকেলে আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে এই ঘটনা ঘটে।
গোপালদী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সোহাগ সাহা বলেন, গোপালদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করতে আসেন সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক। আর এ বিষয়টি টের পেয়ে বাজারের মিষ্টি, ওষুধ ও মুদির প্রায় অর্ধশতাধিক দোকানে তালা মেরে চলে যান মালিকরা।
এর আগে গোপালদী বাজারে ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি করায় উত্তম পোদ্দারের মিষ্টির দোকানকে ৩ হাজার, কবিরের মিষ্টির দোকানকে ১ হাজার ও খোকনের মিষ্টির দোকানকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নাম প্রকাশ না করার অনুরোধে বাজারের একজন ব্যবসায়ী বলেন, প্রতিটি দোকান থেকেই নিয়মিত মাসোহারা উঠে । সেই টাকা বন্টন করে বিভিন্ন দপ্তরে দপ্তরে। আর এই কারনেই কোন ঘটনা ঘটলেই আগেই বাজারের কর্মকর্তাদের কাছে পৌঁছে যায় ।









Discussion about this post