নারায়ণগঞ্জের একজন জাতীয় পার্টির সংসদ সদস্য আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, নারায়ণগঞ্জের একটি এলাকায় জাতীয় পার্টির এমপি ৷ তিনি ওই এলাকায় আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছে ৷ কাজেই ওই এলাকাকে রক্ষার জন্য, এলাকার মানুষদের রক্ষার জন্য, সেখানে মানুষেরা নৌকা মার্কা চায় ৷
শুক্রবার (১৩ অক্টোবর) সোনারগাঁয়ের কাঁচপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জাতীয় পাটির এমপি লিয়াকত হোসেন খোকাকে ইঙ্গিত করে এ কথা বলেন।
এসময় ‘কারা নৌকা মার্কা চান’ হাত তুলে দেখান, বললে নেতা-কর্মীরা হাত তুলে সম্মতি জানান ৷
পরে নানক বলেন, সবাই হাত তুলে জানিয়ে দিয়েছে ওই সিট জাতীয় পার্টির সিট নয়। জাতীয় পার্টির ভাইয়েরা বড় বড় কথা বলেন। নির্বাচন করে দেখেন কয় সিট পান৷ পায়ের তলায় মাটি নাই ।
জেলা আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে৷ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে নানক বলেন, মির্জা ফখরুল ভংচং করবেন না ৷ লেকবল দেখাবেন না। আপনাদের নেতা এদেশে লুটপাট করে খুন খারাবি করে লন্ডনে বসে থেকে দেশে অশান্তি তৈরি করতে চায়। সেই লক্ষ্য পূরণ করতে দেয়া হবে না ৷
তিনি বলেন, যারা ক্ষমতায় থেকে আমাদের হাত পা কেটেছে, চোখ তুলে নিয়েছে অগ্নিসন্ত্রাস করেছে, ইন্ডেমনিটি জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ রেখেছে, ২১ শে আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে তারা আজ আইনের শাসনের কথা বলে।
এসময় তিনি সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপি জ্বালাও পোড়াও করার চেষ্টা করবে। কেউ যদি এই কাঁচপুরের রাস্তা বন্ধ করে বসে থাকে আপনারা কি চুপ থাকবেন ? আপনারা তখন তাদের প্রতিহত করবেন।









Discussion about this post