কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমীরসহ আটক নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
রোববার (১৫ অক্টোবর) সকালে চাঁদমারী এলাকায় এই বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা। ঝটিকা মিছিলটি নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার নতুন রাস্তা থেকে শুরু হয়ে চাঁদমারী দরগাহ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জামাল হোসেনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, আব্দুল্লাহ রিদওয়ানসহ এক-দেড়শ নেতাকর্মী।
এ সময় নামধারী কয়েকজন মুখপাত্রকর্মীদের এই ঝটিকা মিছিলের ছবি তোলা এবং সংবাদ সংগ্রহ করতে পূর্ব থেকেই আমন্ত্রণ জানানো হয় । বিগত সময়ে এমন আন্দোলনের নামে পেট্রোলের বোতল হাতে নিয়ে যে সকল নামদারী মূখপাত্রকর্মীরা বিশেষ পেশার নাম ব্যবহারকারী লোকজন উপস্থিত থাকতো তারাই এই ঝটিকা মিছিলের পূর্বে ঘটনাস্থলে উপস্থিত ছবি তোলেন। আবার ওই মূখপাত্ররাই বিভিন্ন গণমাধ্যমে ই মেইলে ছবি ও সংবাদ প্রচারের আহবান জানায় ।
স্বাধীনতা বিরোধী চক্র জামায়াত শিবিরের এমন কান্ডে অনেকের প্রশ্ন, নারায়ণগঞ্জের প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কি ভেরেন্ডা ভাজে না কি ম্যানেজ ?









Discussion about this post