নারায়ণগঞ্জ জেলায় অসংখ্য পুলিশ ও স্থানীয় টাউট, প্রতারক, রাজনীতিবিদ এবং বিশেষ পেশার নামধারীদের নিয়মিত চাঁদা দিয়ে সকল ধরণের আইন-নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বেপরোয়া গতিতে চলা অটো রিকশার দূর্ঘটনা অহরহই ঘটছে । নগরীর প্রধান প্রধান সড়ক ছাড়াও পাড়া মহল্লায় এমন অটো রিকশার দৌড়াত্ম চলছে বিরামহীন ভাবেই। আর এই অটো রিকশার চাঁদাবাজিতে খোদ জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্তাসহ নির্লজ্জচক্রের দৌড়াত্মের কারণে আবারো ঘটেছে এক শিশুর মৃত্যুর ঘটনা ।
সকাল সাড়ে ৬ টা । ফতুল্লা থানা এলাকার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় ঘটে এমন মর্মান্তিক ঘটনা। অটো চালক শান্ত (৩০) এর বেপেরোয়া গতির অটো রিকশার চাপায় মৃত্যুর ঘটনা ঘটে ফুটফুটে শিশু তমা (৫) এর ।
ঘটানর সাথে সাথেই এলাকার লোকজন শিশুকে উদ্ধার করে এবং অটোচালককে গণপিটুনী দিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আনা হলে জরুরী বিভাগের চিকিসক নূর সায়েম শিশু তমা কে মৃত ঘোষনা করেন। এবং ফতুল্লা থানায় অবহিত করেন।
এমন ঘটনার পর ফতুল্লা থানা পুলিশের ডিউটি অফিসার, টহল পুলিশের কর্মকর্তাদের হাসপাতালসহ নানাভাবে অবহিত করা হলেও সকাল ৮ টা পর্যন্ত কোন কর্মকর্তা এমন মর্মান্তিক ঘটনায় ঘটনাস্থল ভোলাইল কিংবা হাসপাতালে খোজ নেয়ার খবর পাওয়া যায় নাই।









Discussion about this post