ফতুল্লায় কাগজের বাক্স থেকে এক দিন বয়সি নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে ফতুল্লার শান্তিধারা এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, শান্তিধারা এলাকায় অবস্থিত পিবিআই অফিসের বিপরীত দিকের সড়কের পাশে এক দিন বয়সের নবজাতক ছেলে শিশুর লাশ কাগজের বাক্সে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ওসি জানান, ময়নাতদন্তের পর শিশুর মৃত্যু নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
তবে এলাকার অনেকের দাবী ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সাইন বোর্ড এলাকার বাংলাদেশ নবজাতক হাসপাতালে (ক্লিনিক) প্রতিদিন অসংখ্য দালালের মাধ্যমে প্রসূতি মা ও নবজাত শিশুদের চিকিৎসার নামে নানা ধরণের অপকর্ম চালিয়ে আসছে এই ক্লিনিকটি । এই ক্লিনিকে খোজ নিলেই বেড়িয়ে আসবে রহস্য । এ ছাড়াও তদন্ত সংস্থা পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের অসাধু চক্রকে ম্যানেজ করেই এই ক্লিনিক চলছে বলেও দাবী করেন অনেকেই। তাই স্বচ্ছ তদন্ত দাবী করেছেন কেউ কেউ।









Discussion about this post