সলিলসমাধি ঘটেছে আড়াইহাজারের দুই শিশুর। মেঘনা নদীতে গোসল করতে নেমে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে। এমন ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিশনন্দী এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ।
উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামের কবিরের ছেলে আদনান (৪) ও হক সাবের ছেলে আব্দুল্লাহ (৪) এমন মৃত্যুতে চলছে শোকের মাতম।
কবির ও হক সাব আপন ভাই ও দুই শিশু চাচাত ভাই। আরেক চাচা আজিজের সঙ্গে মেঘনা নদীতে তারা গোসল করতে গেলে এ দুর্ঘটনা সংঘটিত হয়।
জানা যায়, দুপুরে চাচা আজিজের সঙ্গে শখ করে মেঘনা নদীতে গোসল করতে যায় আদনান ও আব্দুল্লাহ। পরে সেখানে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যায় দুই শিশু।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ বলেন, শুনেছি পানিতে ডুবে শিশুদের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তারা মারা যায়।









Discussion about this post