টানা তৃতীয় দিনের ডাকে বিএনপি-জামায়াতের অবরোধে টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় একাধিক স্থানে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।
এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক চারজনকে আটক করেছে পুলিশ।
ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ও সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ও সানারপাড় এলাকায় টায়ারে আগুন দেয়। একই সময়ে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মামুন মাহমুদের অনুসারীরা মাদানীনগর এলাকায় টায়ার পুড়িয়ে অগ্নিসংযোগ করেন। এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক টিএইচ তোফাসহ চারজনকে আটক করে পুলিশ।
অপরদিকে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে জেলা কৃষকদলের নেতাকর্মীরা তিনটি বাস ভাঙচুর করে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মাদানীনগর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার সময় ৪ জনকে আটক করা হয়। পুরিশ সকল ধরণের নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে । অপরাধ যেখানে ঘটবে সেখানেই পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।









Discussion about this post