আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে এ তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির একটি সূত্র জানায়, আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বার, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল, সহ-সভাপতি শাকিল, আড়াইহাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম বাচ্চু, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারী ও আড়াইহাজার উপজেলা বিএনপি নেতা মোঃ স্বপন গ্রেফতার হয়েছে ।









Discussion about this post