আড়াইহাজারে রিজিয়া হত্যা মামলার ১৬ বছর পর একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীর নাম জালাল (৪১)। তিনি নরসিংদী জেলার নোয়াকান্দি এলাকার বাসিন্দা। তিনি নিহত রিজিয়া খাতুনের (৫৫) মেঝ মেয়ের দেবর।
মামলার বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘২০০৭ সালের ৫ অক্টোবর রমজান মাসে রাতে খাবার নিয়ে রিজিয়া ও জালালের কথা-কাটাকাটি হয়। পরে খাওয়া দাওয়া শেষ করে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে সেহেরীর জন্য রিজিয়াকে ডাকতে যায় তাঁর মেয়ে লতুফা বেগম। এ সময় লতুফা তাঁর মা’কে রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পায়।
এই ঘটনায় রিজিয়ার ছেলে রফিকুল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। জালালকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন।









Discussion about this post