নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমান আর সেলিনা হায়াৎ আইভী যেন বিশাল ফ্যাক্টর। একে অপরের বিরুদ্ধে কখন কোন মন্তব্য করেন এ নিয়ে নগরবাসীর দৃষ্টি থাকে এই দুই নেতার দিকে।
কিন্তু এবার নারায়ণগঞ্জের এই নেতা একসঙ্গে বসলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে। কোন কথা বলতে দেখা যায় নাই এই দুই নেতার।
সংসদ সদস্য শামীম ওসমানসহ অন্যান্য নেতাদের অডিটোরিয়ামে প্রবেশের পর তাকে দাঁড়িয়ে স্বাগত জানালেও শামীম ওসমান ও ডা. আইভীর সাথে কোন কথা বলতে দেখা যায় নাই।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে একসঙ্গে বাসার পর তাদের দুই নেতার মাঝে বসেন সংসদ সদস্য শামীম ওসমানের বড় ভাই জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান ।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ব্যয় হবে প্রায় ৫০০ কোটি টাকা। এ উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে একসঙ্গে বসতে দেখা যায় তাদের।
এ সময় নারায়ণগঞ্জের আরেক তুখোড় সাবেক ছাত্র নেতা সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু । অপরদিকে জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা উপস্থিত ছিলেন নগর ভবনে।
তাদের সঙ্গে আরও যারা বসেছিলেন তারা হলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু।
উদ্বোধন করা ১০টি প্রকল্প হলো নগর ভবন, শেখ রাসেল পার্ক, পাইকপাড়া মিউচ্যুয়াল ক্লাব, বাবুরাইল খাল, সিদ্ধিরগঞ্জ খাল, পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ, আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগার ও মিলনায়তন, কলরব কিন্ডার গার্টেন স্কুল, সিটি ওয়েলফেয়ার মাঠ ও শিশু পার্ক এবং সোনাকান্দা খেলার মাঠ।
অসংখ্যবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নানা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও কখনো ই উপস্থিত থাকতে দেখা যায় নাই শামীম ওসমানকে। নগর ভবনে এই প্রথম শামীম ওসমান উপস্থিত হওয়ার পূর্ব থেকেই শামীম ওসমানপন্থী অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন নগর ভবনে । এমন ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে নগরীজুড়ে ।









Discussion about this post