কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত ২৯ নভেম্বর দুপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী সশস্ত্র কর্মীসহ মিছিল নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন৷ যা নির্বাচনী আচরণবিধির ৬(ঘ), ৮(ক) ও (খ), ১১(ঘ) এবং ১২ এর গুরুতর লঙ্ঘণ৷
ইবনে সাউদ বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করায় নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি সিনিয়র সহকারী জজ শেখ আনিসুজ্জামানের কার্যালয়ে আগামী ১ ডিসেম্বর সকাল ১১টায় সরাসরি উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে৷”
এর আগে বুধবার দুপুরে রূপগঞ্জে কয়েকশ’ নেতা-কর্মীর মিছিল নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন গোলাম দস্তগীর গাজী৷
ওই মিছিলে এক ব্যক্তিকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে দেখা যায়৷ জামান নামে ওই ব্যক্তি কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির ব্যক্তিগত দেহরক্ষী৷
এদিকে, বিষয়টি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হলে বুধবার রাতে অস্ত্র ও অস্ত্রের লাইসেন্সটি জব্দ করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল৷
উল্লেখ্য, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির বিরুদ্ধে বিগত সময়ে অসংখ্য অভিযোগ থাকলেও ক্ষমক্তার প্রভাবে কলির টিকিটিও কেউ স্পর্শ ক্ক্রতে পারে নাই । ফলে কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির কারণে মন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সমালোচনা রয়েছে সব সময় ।









Discussion about this post