তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ভাগনে ও নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব রাশিদুর রহমান রশো (৪৫) মারা গেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনের সামনে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ইসলাম হার্ট সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
রাশিদুর রহমান রশো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ভাগ্নে।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি হয়ে গ্রেফতার এড়াতে বাড়িছাড়া ছিলেন।
রশোর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
ভাগনের মৃত্যুতে খন্দকার খোরশেদ বলেন, ‘আমার ভাগনে দীর্ঘদিন ধরে প্রায় ৪০টি রাজনৈতিক মামলার আসামি হয়ে বাড়িছাড়া ছিল। বিভিন্ন সময় কারাবরণও করেছে। আজ থেকে সে একেবারেই মুক্তি পেয়েছে। তাকে আর পালিয়ে থাকতে হবে না।’









Discussion about this post