নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির ও সমমনা দলগুলোর চলা হরতালের দিন রাতে একটি ট্রাক ও তিনটি কভার্ডভ্যানে আগুন দেওয়া হয়েছে।
হরতালের সমর্থনে জেলা যুবদলের ব্যানারে নেতাকর্মীরা ঝটিকা মশাল মিছিল করে ওই যানগুলোতে আগুন দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কমপক্ষে ১৫ থেকে ২০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর করেছে অভিযুক্তরা। এ ঘটনায় গাড়ির চালকসহ কয়েকজন আহত হয়েছেন।
এসময় খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ধাওয়া দিয়ে রাসেল মাহমুদকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায় রাত সোয়া ৮টার দিকে ভোলাইল থেকে মশাল মিছিল শুরু হয়ে শাসনগাঁও পর্যন্ত যায়। এসময়ে সড়কে চলাচল করা ছোট-বড় মিলিয়ে ২০ থেকে ২৫টি যানে ও ১০ থেকে ১২টি দোকান ভাঙচুর করে মিছিলে থাকা ব্যক্তিরা। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, এ ঘটনায় ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।









Discussion about this post