নির্বাচনী ডামাডোলের মধ্যে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে আওয়ামী লীগ কোন প্রার্থী দেয় নাই নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) সদর এই আসনে।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের জন্য ছাড় দিয়েছে আওয়ামী লীগ । আর এই আসনে সেলিম ওসমানসহ ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে।
যাদের কে ড্যামী প্রার্ত্থী হিসেবে এরই মধ্যে ব্যাপক সমালোচনার গুঞ্জন চলছে নগরজুড়ে।
জেলা সদর আসনে জাতীয় পার্টির জন্য ছাড় দেয়ার পর যাচাই-বাছাই শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনের ৩৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
জেলার ৫টি আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরই মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
আজ সোমবার (৪ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষ হয়।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, বৈধ প্রার্থীরা হলেন–
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে- গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)- (আওয়ামী লীগ), তৈমুর আলম খন্দকার- (তৃণমূল বিএনপি), শাহাজাহান ভুইয়া (স্বতন্ত্র), গাজী গোলাম মর্তুজা (স্বতন্ত্র), মো. হাবিবুর রহমান (স্বতন্ত্র), মো. জোবায়ের আলম (স্বতন্ত্র), মো. সাইফুল ইসলাম (স্বতন্ত্র), মো. জয়নাল আবেদীন চৌধুরী (স্বতন্ত্র), একেএম শহিদুল ইসলাম (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ)।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে- নজরুল ইসলাম বাবু (আওয়ামী লীগ), মো. আবু হানিফ হৃদয় (তৃণমূল বিএনপি), শাহজাহান (জাকের পার্টি), আলমগীর সিকদার লোটন- (জাতীয় পার্টি)।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে- কায়সার হাসনাত (আওয়ামী লীগ), লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি), মো, মজিবুর রহমান মানিক (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মোহাম্মদ আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), এবিএম ওয়ালিউর রহমান খান (বিএনএম), নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ), এরফান হোসেন (স্বতন্ত্র), মারুফ ইসলাম ঝলক (স্বতন্ত্র), মো. আরিফ (মুক্তিজোট), রুবিয়া সুলতানা (স্বতন্ত্র) ও এ এইচ এম মাসুদ (স্বতন্ত্র)।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে- শামীম ওসমান (আওয়ামী লীগ), মো. সৈয়দ হোসেন (সমাজতান্ত্রিক দল জাসদ), মো. আলী হোসেন (তৃণমূল বিএনপি), মো. মূরাদ হোসেন জামাল (জাকের পার্টি), মো. ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি), মো সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. হাবিবুর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. শহীদ উন নবী (ন্যাশনাল পিপলস পার্টি), গোলাম মোর্শেদ রনি (বাংলাদেশ কংগ্রেস)
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে- একেএম সেলিম ওসমান (জাতীয় পার্টি), এএমএম একরামুল হক (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মোর্শেদ হাসান (জাকের পার্টি), মো. আব্দুল হামিদ ভাষানী ভূইয়া (তৃণমূল বিএনপি), ছামসুল ইসলাম (বাংলাদেশ সুপ্রিম পার্টি)।
বৈধ প্রার্থীরা হলেন- এ কে এম সেলিম ওসমান (জাতীয় পার্টি), মো. আব্দুল হামিদ ভাসানী (তৃণমূল বিএনপি), এ এস এম একরামুল হক (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মোর্শেদ হাসান (জাকের পার্টি) ও ছামসুল ইসলাম (বাংলাদেশ সুপ্রিম পার্টি)।









Discussion about this post