আড়াইহাজারে এক প্রবাসীর বাড়ীতে চুরি করতে গিয়ে রায়হান (২২) নামের এক যুবক ধরা পড়ে গণপিটুনীর শিকার হলে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে সোমবার ( ৪ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া তাঁতিপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসীসূত্রে জানা গেছে, একই গ্রামের জালালের ছেলে রায়হান তার চোরদেরকে নিয়ে মালয়েশিয়া প্রবাসী ফারুকের বাড়ীতে চুরি করতে যায়। রায়হান সহ চোর দল ওই বাড়ীর ছাদের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা আলমারী ভেঙ্গে মালামাল জড়ো করতে থাকে। তখন অন্যকক্ষে থাকা প্রবাসী ফারুকের স্ত্রী জিয়াসমিন কৌশলে বাহিরে এসে ডাক চিৎকার করতে থাকে এবং দালানের প্রধান গেইটে তালা লাগিয়ে দিয়ে ডেকে লোক জড়ো করে। ততক্ষণে বাইরে ও ভেতরে থাকা চোরেরা পালিয়ে গেলেও চোর রায়হানকে দালানের কক্ষ থেকে ধরে ফেলে এলাকাবাসী। পরে স্থানীয় লোকজন ধৃত চোর রায়হানকে গণপিটুনী দিয়ে কলাগাছিয়া তাঁতীপাড়া কবরস্থানে ফেলে রেখে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মূমূর্ষ অবস্থায় চোর রায়হানকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত চোর একই গ্রামের জালালের ছেলে বলে পুলিশ জানায়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত ) মোঃ হুমায়ুন কবির জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।









Discussion about this post