আড়াইহাজারে ছাত্রলীগের সাবেক এক নেতাকে লক্ষ্য করে গুলির ঘটনায় ইউপি সদস্যসহ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে গুলিতে আহত কামরুল হাসান তুষার (২৫) বাদী হয়ে হত্যাচেষ্টার মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন- ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি সোহেল মিয়া (৩৫), সাইফুল ইসলাম (২৭), মাসুদ মিয়া (২৮), হাবিবুর রহমান (২৭), শান্ত মিয়া (৩০), শিপন মিয়া (২৪), আল আমিন (২৮) ও মোবারক (৫৫)।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান তুষার বালিয়াপাড়া বাজারে যুবলীগের দলীয় কার্যালয়ের পাশে তার ব্যবসা প্রতিষ্ঠান উদয়ন এন্টারপ্রাইজে অবস্থান করছিলেন। এ সময় তার প্রতিষ্ঠানে ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। দ্রুত পাশের বাড়িতে ঢুকে পড়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তুষার।
তবে একটি গুলি পায়ের নিচের অংশে লেগে বেরিয়ে যায়। এতে আহত হন তিনি। দুর্বৃত্তদের ছোড়া তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।








Discussion about this post