সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি মহাসিনকে (২৮) নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে ।
বুধবার (২৭ ডিসেম্বর) নোয়াখালীর সুধারাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গ্রেপ্তারকৃত মহাসিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী খালপার এলাকার টেডি মফিজের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
জানা যায়, গত ১০ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই দিন ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে ৪ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এদের মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ।








Discussion about this post