ফতুল্লার রামারবাগ এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু আলতাফ মেম্বারকে ওরফে ফেল্টু আলতাফ কে দীর্ঘদিন পর আটক করেছে পুলিশ।
বুধবার (৩ জানুয়ারী) দুইটি সাজাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আলতাফ হোসেন ওরফে ফেল্টু আলতাফ কে নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিন আসামী আলতাফ হোসেনকে কারাগারে প্রেরনের আদেশ দেন বলে নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান।
শাসক দলের নেতার শেল্টারে থেকে ভূমিদস্যুতাসহ নানা অপরাধের পর দীর্ঘদিন ওয়ারেন্ট মাথায় নিয়েও বীরদর্পে চষে বেড়াতেন এই অপরাধী আলতাফ ।
শেষ পর্যন্ত নির্বাচনের কারনে পুলিশের কাছে ওই নেতাদের তদ্বির না থাকার সুযোগে ফতুল্লা পুলিশের এসআই আতিকুর রহমানের প্রচেষ্টার ফলে দীর্ঘদিন যাবত পলাতক আলতাফ মেম্বার অবশেষে পুলিশের জালে বন্দী হয়।
জানা যায়, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার পদে কয়েকবার নির্বাচন করে পরাজিত হয়। যার কারনে এলাকার সকলেই তাকে ফেল্টু মেম্বার হিসেবেই চিনেন।
সেই থেকে এলাকায় ফেল্টু আলতাফ মেম্বার নামে পরিচয় লাভ করে।
মেম্বার নির্বাচন করার পর হতে অন্যের জমি দখল, সন্ত্রাসী ও চাঁদাবাজিতে মেতে ওঠে। মহানগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতার শেল্টার পেয়ে রামারবাগ এলাকার নীরিহ লোকদের জমিজমা দখল করে মোটা অংকের চাঁদা দাবি করতো।
তাদের মধ্যে একজন সদর উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও করোনার অন্যতম ফোকাল পারসন হিসেবে পরিচিত ডাঃ জাহিদুল ইসলামের জমি রয়েছে রামারবাগ এলাকায়।
নারায়ণগঞ্জ মহানগরীর শাসক দলের নেতার শেল্টারে থেকে সেই ডা: জাহিদুল ইসলামের জমি নিজের দাবী করে মোটা অংকের চাঁদা দাবী করে আসছিলো। বাধ্য হয়ে ডাক্তার জাহিদুল ইসলাম ফতুল্লা মডেল থানা ১৩/৯/২০২০ সালে আলতাফ মেম্বার ও তার স্ত্রীকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
সে মামলায় আদালত কর্তৃক ওয়ারেন্ট জারি হলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ সোয়া তিন বছর দিব্যে ঘুরে বেড়ায়।
অবশেষে ৩ জানুয়ারি বুধবার সকালে মডেল থানার এস আই আতিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাসা হতে আটক করে মডেল থানা নিয়ে আসে। আলতাফ মেম্বার এর বিরুদ্ধে আরেকটি মামলায় ছয় মাসের সাজা রয়েছে বলে জানান ফতুল্লা থানা পুলিশ।
এসআই আতিক বলেন,আলতাফ মেম্বারকে জেলহাজতে প্রেরণ করা হবে।









Discussion about this post