নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের পুরান গোগনগরে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলারডুবিতে নিখোঁজ তিনজন যাত্রীর মরদেহ শেষ পর্যন্ত উদ্ধার করেছে নৌ পুলিশ ।
এদিকে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধারের পর এলাকবাসী ও পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, ২০২৪ সালের পহেলা জানুয়ারি ভোর ছয়টায় বরিশালগামী একটা যাত্রীবাহী লঞ্চের সাথে যাত্রীবাহী ট্রলারের মুখোমুখী সংঘর্ষ হয়ে নদীতে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারটিতে ১৮ জন যাত্রী ছিল তার মধ্যে ১৫ জন যাত্রী তীরে ফিরে আসছে সক্ষম হলেও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।
নিহতরা হলেন : মোঃ বাবুল মিয়া (৪৭) পিতা- মৃত- নুর ইসলাম।ঠিকানা- গ্রামঃ কুড়ের পাড়, পোঃ আলীরটেক,থানা নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ, মোঃ সেলিম (৪০)পিতা- মৃত- মতি মিয়া ঠিকানা- গ্রামঃ পুরান গোগনগর, পোঃ আলীরটেক, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ এবং জালাল মিয়া (৫১) পিতা- মৃত- মানিক মিয়া ঠিকানা- গ্রামঃ পুরান গোগনগর, পোঃ আলীরটেক, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
বক্তাবলী নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, নিখোঁজের ৩ দিন পর সকাল ৮টার দিকে ঘটনাস্থলের ১০০ গজ দূরে লাশ ৩টি ভেসে উঠে। তাদের উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ-নিট্রা বিভাগের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, ট্রলারডুবির সময় আনুমানিক ১৫-২০ জন যাত্রী ছিল। অধিকাংশ যাত্রী সাঁতার দিয়ে উপরে উঠতে পারলেও তিন যাত্রী নিখোঁজ ছিলেন। তাদের উদ্ধারে বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করেছে।









Discussion about this post