আওয়ামীলীগ নেতার সাথে অবস্থান নিয়ে নৌকার পক্ষে নির্বাচনী প্রচার চালানোসহ নানা অভিযোগে রূপগঞ্জের ৩ নেতাকে স্থায়ী ভাবে বহিস্কার করেছে বিএনপি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বুধবার (৩ জানুয়ারি) তিন জনকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি থেকে বহিস্কৃতরা হলেন : রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি এবং কাঞ্চন পৌরসবার সাবেক মেয়র দেওয়ান আবুল বাশার বাদশাহ, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দীন মেম্বার এবং সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান।
এমন ঘটনায় জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে বর্তমান সরকারের ডামি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নেওয়ায় দলের একজন সদস্যকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির দেওয়া বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দেশের অধিকারবঞ্চিত ও দেশপ্রেমিক জনতার বিরুদ্ধে গিয়ে দলীয় শৃঙ্খলা ও বিধি ভঙ্গ করে সুস্পষ্টভাবে সরাসরি দলীয় গঠনতন্ত্রপরিপন্থী কাজে লিপ্ত হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিএনপির সিনিয়র সহসভাপতি দেওয়ান আবুল বাশারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এখন থেকে দেওয়ান আবুল বাশারের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও সহযোগী সংগঠনের কোনো প্রকার সম্পর্ক থাকবে না।
বিএনপির এমন বহিস্কারের বিষয়ে রূপগঞ্জ বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কাছ থেকে তিন কোটি টাকা নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন বিএনপির এই নেতা।
এ ব্যাপারে দেওয়ান আবুল বাশার বাদশার বক্তব্য জানতে তাঁর দুটি মুঠোফোন নম্বরে কল দিলে বন্ধ পাওয়া গেছে।
এরপূর্বে গত ৩০ ডিসেম্বর শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সরকারদলীয় নেতাদের সাথে লিয়াঁজো করে নানাভাবে নির্বাচনী কর্মকান্ডে জড়িত থাকায় এবং বিএনপির গঠনতন্ত্র বিরোধী অবস্থান নেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান মুকুল, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ ও সোনারগাঁ থানার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপিরসহ সভাপতি মো. নুরুজ্জামানকে বিএনপি থেকে বহিষ্কার করা হলো। এমন বহিস্কারের পর রূপগঞ্জে উল্লেখিত নেতাদের স্থায়ী ভাবে বহিস্কার করেছে বিএনপি।









Discussion about this post