নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডস্থ হিরাঝিল আবাসিক এলাকার কাসসাফ শপিং সেন্টার সংলগ্ন ডিএনডি খালের উপর থাকা ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে খালে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।
বুধবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এর পূর্বেও এই ব্রিজটি একবার ভেঙ্গে পড়েছিল। তখন তাৎক্ষণিকভাবে এই ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে তা কাঠ-বাঁশ দিয়ে সাময়িকভাবে সংস্কার করা হয়। তবে সংস্কার করা হলেও সেটি অনেক ঝুঁকিপূর্ণ ছিল। এর ফলে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এতে ঝুঁকি নিয়ে পারাপার হতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজটি ভেঙ্গে পড়া অবস্থায় ৩-৪ জন পথচারী পারাপার হচ্ছিলেন। এমতাবস্থায় হঠাৎ মাঝখান থেকে পড়ে যান। তবে তারা সঙ্গে সঙ্গে উঠে আসতে পারেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হোন নি।









Discussion about this post