রূপগঞ্জ উপজেলায় ‘পুলিশ পরিচয়ে’ সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে সুলতানা কামাল সেতু ও তারাব বিশ্বরোড মোড়ের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন বলেন, এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
ভুক্তভোগী তরুণী ফাহিমা বলেন, তার স্বামী মো. আলম আমিন সৌদি প্রবাসী। তিনি ছয় মাস ৫ বছর বয়সী সন্তানকে নিয়ে স্বামীর সাথে সেখানে ছিলেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি ও তার সন্তান। তাদের বিমানবন্দর থেকে প্রাইভেট কারে করে নিতে আসেন তার আত্মীয়-স্বজনরা।
“এয়ারপোর্ট থেকে চাঁদপুরে গ্রামের বাড়িতে ফেরার পথে ডেমরার সুলতানা কামাল সেতু পার হওয়ার পর তারাব বিশ্বরোড মোড়ের আগে সিগন্যাল দিয়ে আমাদের গাড়ি থামায় ৮-১০ জনের একটি দল। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে আমাদের পাসপোর্ট চেক করতে চায়। পরে তারা আমাদের গাড়ির ভেতরে বসিয়ে রেখে ব্যাগগুলো ছিনিয়ে নেয়। পরে চেকিং এর কথা বলে ব্যাগের ভেতরে থাকা স্বর্ণালঙ্কার, টাকা নিয়ে গাড়িতে করে চলে যায় তারা।”
ভুক্তভোগী ফাহিমা ও তার ছেলে আব্দুল্লাহ চাঁদপুরের কচুয়া ইউনিয়নের নোয়াগাঁও এলাকার বাসিন্দা।
ফাহিমা বলেন, ‘আমি ও আমার ছেলেকে রিসিভ করতে আসা আমার শাশুড়ি, ননদ ও মামাশ্বশুরসহ সবাই মিলে একটি প্রাইভেটকারে করে ঢাকা এয়ারপোর্ট থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হই। ডেমরা সুলতানা কামাল সেতু পার হয়ে আমরা যখন তারাবো বিশ্বরোড গোলচত্বরের কাছাকাছি আসি, তখন পুলিশের পোশাক পরিহিত ৭-৮ জন একটি সাদা মাইক্রোবাস থেকে নেমে আসে এবং আমাদের গতিরোধ করে।’
তিনি আরও বলেন, ‘পুলিশের পোশাক পরিহিতরা গাড়ি ও পাসপোর্ট চেক করার কথা বলে আমার ট্রলিব্যাগ, লাগেজ, ভ্যানিটি ব্যাগ ও হাতব্যাগ ছিনিয়ে নেয়। বিভিন্ন চাপ প্রয়োগ ও ভয় দেখিয়ে আমার থেকে ৮ ভরি সমপরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেছি।’









Discussion about this post