ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যবসায়ীর নাম মো. ওমর ফারুক খান (৪৫)। তিনি ইলেকট্রনিক পণ্যের ডিলার ছিলেন।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন ওমর ফারুক। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান।

নিহতের ভাই রফিকুল ইসলাম খান বলেন, আমার ভাই ইলেকট্রনিক পণ্যের ডিলার ছিলেন। আজ দুপুরের বাসে করে বাসায় ফেরার পথে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাকে কিছু খাইয়ে অচেতন করে সবকিছু নিয়ে যায়। পরে বাসে অচেতন অবস্থায় পড়ে থাকলে আমাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
ব্যবসায়ী মো. ওমর ফারুক খান নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর এলাকার আহমেদ আলী খানের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।









Discussion about this post