২০২৩ সালের ৮ নভেম্বর সকালে নারায়ণগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সদর থানা পুলিশ বিশেষ পেশার এক নামধারী সোর্সের সহায়তায় গ্রেফতার করে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু । এরপর কেটে যায় ৮২ দিন।
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় দায়ের করা ১১ মামলায় শেষ পর্যন্ত জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি মিলে টিপুর ।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান টিপু।
এমন খবর নিশ্চিত করেছেন আদালত পুলিশ পরিদর্শক (ইনচার্জ) আসাদুজ্জামন।
টিপুর মুক্তির পর কারাগার ফটকে নারায়ণগঞ্জ মহনগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে।









Discussion about this post