ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ও ঝড়ে লন্ডভন্ড হলেও হলেও নারায়ণগঞ্জে ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যায়নি। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও তাপপ্রবাহ চলমান রয়েছে।
রোববার (২৬ এপ্রিল) আবহাওয়া পূর্বাভাস এ্যাপসগুলো এ তথ্য জানায়।
এসময় নারায়ণগঞ্জের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভবযোগ্য তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস দেখা গেছে আবহাওয়া পূর্বাভাস এ্যাপসগুলোতে।
এদিকে গতকাল থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে নারায়ণগঞ্জের আকাশ মেঘাচ্ছন্ন। গতরাতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার রাতে উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। এসময় নারায়ণগঞ্জ ও আশেপাশের এলাকায় ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমবে









Discussion about this post