নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অজ্ঞাত গাড়িতে ধাক্কা লেগে জুয়েল সরকার (৩৬) নামের এক ড্রাম ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় নিহত ব্যক্তির সঙ্গে থাকা ড্রামট্রাক চালক রুবেল হাওলাদার (৩২) আটক করেছে হাইওয়ে পুলিশ।
বুধবার (২৯ মে) সকাল ৮টায় মহাসড়কের আল-আমীন গার্মেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে ভিকটিমের পরিবারের পরিচয় ও ঠিকানা পাওয়া যায় নাই ।
শিমরাইল হাইওয়ে পুলিশের (ইনচার্জ) একেএম শরফুদ্দীন বলেছেন, একটি ড্রাম ট্রাক অজ্ঞাতনামা আরেকটি গাড়িতে পেছন থেকে ধাক্কা দেন। এতে ধাক্কা দেওয়া ড্রাম ট্রাকের ভেতরে থাকা হেলপারেরই মৃত্যু হয়। নিহতের নাম পরিচয় সনাক্তের চেস্টা চলছে। ভিকটিমের গাড়ির চালক ও গাড়িটি আটক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।









Discussion about this post