ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সিদ্ধিরগঞ্জে মো. আশরাফুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের খালু সোহেল রানা জানান, আশরাফুল একটি মাদরাসায় পড়াশোনা করত। সকালে মাদরাসায় যাওয়ার দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরবর্তীতে স্থানীয় থানায় যোগাযোগ করে সিদ্ধান্ত নেয়া হবে জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ।









Discussion about this post