পুলিশের সাবেক বিতর্কিত আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের ‘আনন্দ হাউজিং’য়ের ডুপ্লেক্স বাড়িতে তল্লাশি চালাচ্ছে দুদক ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
হাইকোর্টের নির্দেশে বুধবার (১০ জুলাই) দুপুরে বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাসির সময় বাড়িটির বাইরে ভিড় করে অনেকে। তবে ভেতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেয়নি সংশ্লিষ্টরা।
এর আগে, গত ৬ জুলাই দুপুরে রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত ওই বাড়িটি সিলগালা করে জেলা প্রশাসন। এ সময় বাড়ির সামনে বিজ্ঞপ্তি সাঁটানো হয়।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন আদালত তৃতীয় দফায় বেনজীরের আরো বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছেন। সেই তালিকায় এ বাংলোটিও রয়েছে।
এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেন আদালত। বাংলোটির মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানা গেছে।









Discussion about this post