সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে নির্মাণাধীন ওয়াকওয়ের নীচ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সাধুর ঘাট এলাকার ওয়াকওয়ের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম মো. দেলোয়ার হোসেন (২৮)।
নিহত মো. দেলোয়ার হোসেন নীলফামারী জেলার ডিমলা থানার ডালিয়া এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে। মরদেহ উদ্ধারের পর তার পকেট থেকে পাওয়া ড্রাইভিং লাইসেন্স দেখে ধারণা করা হচ্ছে পেশায় তিনি গাড়ি চালক।
নিহত দেলোয়ারের ঝুলন্ত মরদেহের খবর পেয়ে কাঁচপুর নৌপুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে নৌপুলিশের উপপরিদর্শক আব্দুল হালিম বলেন, ‘আমরা রবিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সাধুর ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা তীরের নির্মাণাধীন ওয়াকওয়েতে যুবকের ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে আসি।মরদেহ উদ্ধার করি এবং তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নাম পরিচয় জানতে পারি। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’









Discussion about this post