বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন আনু মারা গেছেন।
আজ সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকার একটি ফ্ল্যাট বাসার লিফটের সামনে থেকে হাত পা ভাংগা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফ্ল্যাট বাসার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তখন তাঁর শরীরে লুঙ্গি ছাড়া আর কিছুই ছিল না। কয়েক মাস ধরে তিনি এ ভবনে বসবাস করছেন।
এর আগে মাসদাইর বাজারে তিনি একটি বাসায় থাকতেন। কয়েক বছর ধরে তিনি পারিবারিক সমস্যায় ভুগছিলেন।
পারিবারিক নানা সমস্যা ছাড়াও দীর্ঘদিন যাবত রাজনৈতিক ও ব্যবসায়ীক নানা বিরোধিতা ছিলো অনেক প্রভাবশালীদের সাথে ।
আনুর মৃত্যুর খবর ছড়িয়ে পরলে ব্যাপক গুঞ্জন চলছে নগর জুড়ে।









Discussion about this post