“গাজী টায়ারস কারখানা লুটপাট ও আগুনের ঘটনায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের লোকজন জড়িত আছে”, এমন মন্তব্য করায় ওই এলাকার মানুষদের তোপের মুখে পড়েছেন এক বিএনপি নেতা। তার বিরুদ্ধে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও কুশপুতুল পুড়িয়ে ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকালে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ডেমরা-কালীগঞ্জ সড়কের চনপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
তাদের অভিযোগ, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির এমন বক্তব্য দিয়ে তাদের অপমান করেছেন।
এসময় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মনিরকে অবাঞ্ছিত ঘোষণা করে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহবান জানান তারা।

রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গাজী টায়ারস কারখানায় কয়েকশ’ লোক ঢুকে লুটপাট শুরু করে। খুলে নিয়ে যাওয়া হয় ভারী মেশিনও। এক পর্যায়ে দুর্বৃত্তরা ভবনটির নিচতলায় আগুন ধরিয়ে দেয়। কারখানাটির মালিক আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের নির্দেশে রূপগঞ্জ থানা পুলিশ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহায়তায় ১২৯ জন নিখোঁজের একটি তালিকা করেছে। নিখোঁজদের সন্ধানে অপেক্ষায় শত শত পরিবার। বলা হচ্ছে, সংঘবদ্ধ লুটপাটের পর কারখানায় আগুন লাগিয়ে দেওয়া পৌনে দুইশ’ মানুষ নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার ওই ভবন পরিদর্শন করে তদন্ত কমিটি ও বুয়েটের বিশেষজ্ঞরা। পরো তারা জানান, গাজী টায়ারসের ছয় তলা ভবনের কোথাও আপাতত জীবিত বা মৃত কোনো মানুষের অস্তিত্ব পাওয়া যায়নি।









Discussion about this post