এ যেন মগের মুল্লুক । যে যা খুশি তা করেই যাচ্ছে। নারায়ণগঞ্জের সর্বত্রই যেন মাদকে হাট বাজার । এমন ভয়ংকর খবররে মধ্যেই এবার সোনারগাঁ থানার আষাড়িয়ারচর এলাকা থেকে শুক্রবার (৬ সেপ্টেম্বর) ৩১ কেজি গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মাদক পরিবহনকারী পিকআপ জব্দ করেছে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া থানাধীন তেতাভুমি এলাকার আব্দুর রব্বানের ছেলে মাদক ব্যবসায়ী মো. জহির (২১), নড়াইলের নড়াগাতী দক্ষিণ জোগানিয়া এলাকার মিরাজ মোল্লার ছেলে মো. তামিম মোল্লা (১৯) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন ফুলঝুড়ি এলাকার মো. কামাল হোসেনের ছেলে মো. জাকারিয়া (২১)।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১১ এর উপ-পরিচালক ও মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত সদস্যরা পারস্পারিক যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করে। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ সংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য এবং মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১, সিপিসি-১ এর গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।









Discussion about this post