লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি গ্রামের বাসিন্দা গোপালদী পৌর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মিশু কমিশনার ও তার পিতা আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলী প্রধান আমাদের পৈত্তিক জমিতে টেক্সটাইল মিলস ও নির্মীয়মাণ দোকানপাট দখলে নেওয়ার জন্য চেষ্টা চালায়।
আমাদের পৈত্তিক সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গেলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন মিশু কমিশনার ও তার বাবা। দাবিকৃত চাঁদা না দেওয়ায় চাপাতি, শাবল, ছোড়া, বল্লশসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে চারজনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আহতরা হলেন শিরিনা বেগম, শিল্পী আক্তার, রুমা বেগম, শাহিদা বেগম ও মুকবুল হোসেন। আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তারা সন্ত্রাসীদের ভয়ে বাড়িঘরে যেতে পারছেন না।
জানতে চাইলে ভুক্তভোগী মুকবুল হোসেন গণমাধ্যমকে জানান, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নাম ভাঙিয়ে সেচ্ছাসেবক লীগ সভাপতি মিশু কমিশনার ও তার বাবা গোপালদী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মঞ্জুর আলী প্রধান গত ১৭ বছরে আমাদের ওপর স্টিম রোলার চালিয়ে আসছে। আমাদের জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছে। তারা আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
দাবিকৃত চাঁদা না দেওয়ার আমাকে ও আমার পরিবারের সদস্যদের পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছেন। তাদের ভয়ে আমরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।
আড়াইহাজার থানার ওসি জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।









Discussion about this post